যেখানে সেখানে জল মল ত্যাগ করবেন না

লিখেছেন লিখেছেন কবরের ডাক ৩০ জুন, ২০১৪, ০১:৪৭:১৪ দুপুর

গতকাল বাসে শ্যামলী থেকে মতিঝিল যাচ্ছিলাম। যাবার পথে একটি দৃশ্য দেখে আমার ব্লগে তা নিয়ে লিখতে খুব ইচ্ছে হলো। আশা করি, আপনারা বুঝতে পেরেছেন আমার লেখার বিষয়বস্তু সম্পর্কে।

হ্যাঁ, আপনারা কেউ অনুগ্রহ করে যেখানে সেখানে জল মল ত্যাগ করব্নে না। এ সমস্যাটি পুরুষদের ক্ষেত্রেই দেখা যায়। [একবার এক বিতর্কিত ও বিতারিত নারী লেখিকার কোনো এক লেখায় পড়েছিলাম, তাঁরও খুব শখ. তিনিও পুরুষদের ন্যায় যেখানে সেখানে জল মল ত্যাগ করতে চান। এটা যে তাঁর সস্তা জনপ্রিয়তা পাবার একটি কূট-কৌশল সেটা আশা করি বুঝতে কারো বাকি থাকার কথা নয়। কেননা চাইলেও তাঁর পক্ষে সেটা কখনো্ই সম্ভব নয়।]

হ্যাঁ, যে বিষয়ে আলোচনার সূত্রপাত করেছিলাম। পুরুষরা শারীরিক বিশেষ কিছু সুবিধার কারণে পেশাবের চাপ লাগলেই রাস্তার পাশে যেখানে সেখানে দাঁড়িয়ে যায় (সবাই নয়, বিশেষ করে যারা সচেতন) যেটা কোনো নারীর পক্ষেই সম্ভব নয়। তবে এই যে, বেগ আসা মাত্র তা ত্যাগের জন্য দাঁড়িয়ে যাওয়া এটা শুধু অশালীন ও ভদ্রতা বিবর্জিতই নয় বরং তা ভীষণভাবে দৃষ্টিকটূও বটে। বিশেষ করে নারীরা কিছু বলতে না পারলেও এ ধরণের দৃশ্যে বিব্রতবোধ করে।

লজ্জা শুধু নারীর ভূষণ নয়, লজ্জা হলো মানুষের ভূষণ। মানুষ মাত্রেই লজ্জাশীল হতেই হবে, কম বেশি আলাদা বিষয়। একমাত্র পশুদের কোনো লজ্জা নেই। তাদের লজ্জা নেই বলেই তারা যত্র-তত্র জল মল ত্যাগ করতে পারে কিংবা সঙ্গমে লিপ্ত হতে পারে। তবে যদি ভালো ভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন, অনেক পশুর মাঝেও লজ্জা বিষয়টি বিদ্যমান।

প্রশ্ন হলো, এভাবে রাস্তায় পেশাবের বেগ আসা মাত্র কোথাও দাঁড়িয়ে যাওয়া কী শুধু মাত্র শালীনতার পরিপন্থী? আমার মনে হয়, তা নয়। এটা শুধু যে শালীনতা বা ভদ্রতা বিবর্জিত তা-ই নয় বরং একাধারে অশ্লীলতা এবং অপবিত্রতারও লক্ষণ বটে। কারণ এসব ব্যক্তিদেরকে কখনোই কাজ সারার পর টয়লেট পেপার বা কূলুপ ব্যবহার করতে দেখা যায় না, পানি তো নয়ই। অথচ কিতাবে পাওয়া যায়, কবরে সাধারণ অপরাধের জন্য যত রকম শাস্তি হবে তার মধ্যে সবচেযে কঠিন ও যন্ত্রণাদায়ক শাস্তি হবে পেশাবের ছিঁটা থেকে বাঁচতে না পারার জন্য।

কাজেই সকলেই সাবধান, বিশেষ করে আমরা যারা এ ধরণের কাজ এখনও না জেনে কিংবা না বুঝে করে যাচ্ছি তারা। আশা করি কেউই চাইবে না এমন সাধারণ একটা ভুল যা সহজেই এড়ানো যায় সেটা করে কবরে গিয়ে এ রকম কঠিন আযাবের মুখোমুখি হতে।

চলুন, আমরা সকলেই সতর্ক হই এবং অন্যদেরকেও সতর্ক করি। জেনে বুঝে ভালো কাজ বেশি বেশি করে আখেরাতের জন্য সঞ্চয় করি।

বিষয়: বিবিধ

১১২৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240287
৩০ জুন ২০১৪ দুপুর ০২:৪৫
হতভাগা লিখেছেন : কুকুরের লেজ কখনও সোজা হয় না ।

ভারতকে ক্রিটিসাইজ করে উন্মুক্ত জায়গায় মল ত্যাগ করে বলে । এটা যারা করে তারা কি কখনও নিজের চেহারা আয়নায় দেখে ?
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:২১
186670
কবরের ডাক লিখেছেন : আপনার লেখার কঠিন অর্থ ঠিক বুঝতে পারলাম না।
240325
৩০ জুন ২০১৪ বিকাল ০৪:৩০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:২২
186671
কবরের ডাক লিখেছেন : ধন্যবাদ।
240330
৩০ জুন ২০১৪ বিকাল ০৪:৪৪
প্যারিস থেকে আমি লিখেছেন : কবরে সাধারণ অপরাধের জন্য যত রকম শাস্তি হবে তার মধ্যে সবচেযে কঠিন ও যন্ত্রণাদায়ক শাস্তি হবে পেশাবের ছিঁটা থেকে বাঁচতে না পারার জন্য। যাযাকুমুল্লাহ।
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:২৩
186672
কবরের ডাক লিখেছেন : চলুন আমরা সকলেই সতর্ক হই এবং অন্যদেরকেও সতর্ক করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File